শুক্রবার , ১২ জানুয়ারি ২০১৮ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আল-আমিনকে কড়া বার্তা দিল বিসিবি

Paris
জানুয়ারি ১২, ২০১৮ ৪:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিপিএলে ২৮ নভেম্বরের ম্যাচে আল-আমিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। বিপিএল শেষে ১৪ দিনের মধ্যে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাছে রিপোর্ট করেছিলেন আল-আমিন।

এরপর কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে কাজ করেন বিকেএসপিতে। গত ৭ জানুয়ারি ৭ ওভার বোলিং করে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন এ পেসার। বোলিং অ্যাকশন রিভিউ কমিটি চুলছেঁড়া বিশ্লেষণ করে আল-আমিনকে বোলিং অ্যাকশন বৈধতার সার্টিফিকেট দিয়েছে।  তবে তাকে কড়া বার্তা দিয়েছে বিসিবি।আগামী দুই বছরের মধ্যে তার বোলিং অ্যাকশন দুবার সন্দেহ হলে নিষিদ্ধ হতে হবে এক বছর।

বৃহস্পতিবার রাতে বিসিবি এক ই-মেইল বার্তায় আল-আমিনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করে।

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন,‘আল-আমিনের বোলিং অ্যাকশনে কোনো খুঁত পাওয়া যায়নি। তার ম্যাচে বোলিং করতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোনো বাঁধা নেই।’

আল-আমিনের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। সেবার আন্তর্জাতিক ম্যাচে তার অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। ২০১৪ সালের আগস্টে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। পরে চেন্নাইয়ে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে ওই বছরের নভেম্বরে তিনি বোলিংয়ের ছাড়পত্র পান।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা