সিল্কসিটিনিউজ ডেস্ক: রংপুর সিটি করপোরেশনের (রসিক) ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রসিক নির্বাচনের পরিস্থিতি দেখার পর সাংবাদিকদের এ সন্তুষ্টির কথা জানান তিনি।
তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এ ধরনের সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট।
ভোটগ্রহণ নিয়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।
ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রসিক নির্বাচনের একটি কেন্দ্রে বেশ সতর্কতার সঙ্গে ইভিএম এ ভোটগ্রহণ করা হচ্ছে। কোনো বিচ্যুতির অভিযোগ নেই। এ নিয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছেন। ভালো সাড়া পাওয়া গেছে।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ভবিষ্যতে বিভিন্ন স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তবে আগামী জাতীয় নির্বাচনের ইভিএম ব্যবহার সম্ভব হবে না। আমরা প্রস্তুত রেখে যাব, পরবর্তীতে বাস্তবায়ন হবে।
সকাল ৮টা থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলানিউজ