সোমবার , ২২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জবি শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ

Paris
আগস্ট ২২, ২০১৬ ১:৩৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবাসিক হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে প্রধানমমন্ত্রীয় কার্যালয় অভিমুখে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচির তৃতীয় দিন সোমবার সকাল দশটার দিকে রাজধানীর রায়সাহেব বাজার পার হয়ে নয়াবাজার মোড়ের দিকে যেতেই পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে এবং তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল নিক্ষেপ করে।

এ ঘটনায় আনুমানিক প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে উল্লেখ করে আন্দোলনকারী শিক্ষার্থী রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, `প্রায় দুই হাজার শিক্ষার্থী ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৯ টায় বের হয়ে রায়সাহেব বাজার পার হয়ে নয়াবাজার মোড়ের দিকে আসলে পুলিশ  লাঠিচার্জ করে। এছাড়া প্রচুর টিয়ারসেল নিক্ষেপ করে বলেও জানান তিনি।’

হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাআন্দোলনকারী অন্য এক শিক্ষার্থী তোফায়েল আহমেদ জানান, `নয়াবাজার মোড়ে প্রায় ৭টি টায়ারে আগুন ধরিয়ে রাস্তা ব্লক করে রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা হলের দাবিতে স্লোগান দিচ্ছে এবং চারিদিকে পুলিশ অবস্থান করছে।’

এ বিষয়ে জানার জন্য কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে ফোন করা হলে তিনি স্পটে ব্যস্ত আছেন বলে ফোন রেখে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নুর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বলেছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসতে। কিন্তু তারা রাস্তায় মিছিল নিয়ে যাচ্ছিল। তারা তো শান্তিপূর্ণ মিছিল করলে পুলিশ তাদের ওপর আক্রমণ করতো না।’
আপনার নির্দেশেই পুলিশ লাটিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে- শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘তারা তো এখন কত কথাই বলবে। আমি হুকুম দেওয়ার কেউ না, যা করার পুলিশই করেছে।’

এর আগে গত বৃহস্পতিবার ও রবিবার সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সামনের সড়কে অবস্থান নেয় সহস্রাধিক শিক্ষার্থী। ওইদিনই ঘোষণা দেয় সোমবার আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেবেন।

হলের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাগত ২ আগস্ট থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নাজিম উদ্দিন রোডে পরিত্যক্ত কারাগারের জমিতে হল নির্মাণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

জমি পেতে ২০১৪ সালের মার্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছিল। নতুন করে আন্দোলনের প্রেক্ষিতে জায়গাটির জন্য গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।

 

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - জাতীয়