বুধবার , ৬ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে চলছে শেষ মূহুর্তের কেনাকাটা

Paris
জুলাই ৬, ২০১৬ ৩:১৮ অপরাহ্ণ

শফিক আজম:
এক মাস সিয়াম সাধনার পর আগামি কাল ঈদ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে অনেকেই রাজশাহী ছেড়ে চলে গেছেন, আবার অনেকেই দূরদুরান্ত থেকে প্রাণের শহরে আসছেন ঈদ করতে। ঈদ উপলক্ষ্যে যাবতীয় কেনাকাটা প্রায় শেষ। আর এখন চলছে শেষ মুহুর্তের কেনাকাটা।বাজারে এখন আতর,টুপি আর ঘর সাজানোর কেনাকাটায় ব্যস্ত নগরবাসি।
আগামি কাল ঈদের জামাতের প্রস্তুতির জন্য বাজারে এখন আতর টুপির দোকান গুলোতে ভীড় জমাচ্ছেন ক্রেতারা। ছোট বড় সর্বসাধারণের জন্য নগরীর সাহেববাজার সংলগ্ন জিরো পয়েন্টের ফুটপাতগুলোও জমে উঠেছে। জিরোপয়েন্ট হতে আরডিএ মার্কেট পর্যন্ত ফুটপাতের এসব দোকানিদেও যেন দম ফেলার উপায় নেই। রয়েছে দেশি বিদেশী রং বেরংয়ের টুপি।

13617497_1761169610838810_202051625_n copy

 

মহিবুল নামক এক বিক্রেতা জানান, শেষ সময়ে ক্রেতাদের ভীড় ক্রমেই বাড়তে শুরু করেছে। এই কেনাকাটা চলে ঈদের নামাজের পূর্ব পর্যন্ত। গত কয়েক দিনের তুলনায় আজ শেষ দিনে অধিক ক্রেতা টুপি কিনতে আসছে।
সুগন্ধি মেখে ঈদগাহে ঈদের জামাতে শরিক হওয়া মুসলমানদের একটি রেওয়াজ। তাই শেষ মুহুর্তে আতর টুপির দোকান গুলোতে ক্রেতা সমাগম হচ্ছে। আর বিক্রেতারা সাজিয়ে রেখেছেন দুবাই, ইরান, সৌদিআরবসহ বিভিন্ন দেশি বিদেশী আতর।

 

13595846_1761168830838888_1588927092_n
সেই সাথে ঈদগাহের জন্য জায়নামাজ কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
ঈদে অতিথিদের দৃষ্টি আকর্ষন করতে চাই ঘর সাজানোর উপকরণ। রং বেরংয়ের ফুল, ফুলদানি, সুসজ্জিত টেবিল ক্লথ, ফ্লোরম্যাট, কিনতে আরডিএ মার্কেটের ক্রোকারিজের দোকান গুলোতে এখন উপচে পড়া ভীড়। দোকানীরাও নানা পসরা সাজিয়ে সুসজ্জিত করে রেখেছেন তাদের দোকানগুলো।

11
ফুল কিনতে আসা ক্রেতা দিলারা জামান সিল্কসিটি নিউজকে বলেন,ঈদে তো অনেক মানুষ বেড়াতে আসবে। সেক্ষেত্রে এই ধরনের ফুলগুলোতে ঘর বাড়ি অনেক সুন্দর দেখায়। ঈদ উপলক্ষ্যে না হলেও ঘরের সৌন্দর্য বর্ধনে ফুল কেনা ।
আরেক ক্রেতা মেহেরুন্নেসা বলেন, বাড়ির সব কেনা কাটা শেষ। এখন টেবিল ম্যাট আর ফ্লোর ম্যাট কিনতে আসছি।
এছাড়া ফুটপাতে ফেরি করে বিক্রি হচ্ছে রঙ্গ বেরঙ্গের ফুল। ক্রেতারা তাদের রুচি চাহিদা ও সামর্থ্য অনুযায়ী কিনে নিয়ে যাচ্ছেন ঘর সাজানোর এসব উপকরণ।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর