শনিবার , ২০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সমাজের বাধা ভেঙে ফুটবল মাঠে মুসলিম মেয়েরা

Paris
আগস্ট ২০, ২০১৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

মুম্বাইয়ের শহরতলীর একটি মাঠে ফুটবল খেলছে একদল কিশোরী মেয়ে।

তারা সবাই মুসলিম পরিবার থেকে আসা, সমাজের বাধা ভাঙ্গতে তারা ফুটবলকেই বেছে নিয়েছে।

 

নাজনীন নামের এক কিশোরী বলছিল, প্রথম যখন আমরা ফুটবল খেলতে আসি, আমাদের স্কুলের ছেলেরাই আমাদের বাধা দিয়েছিল। তারা বলতো, মেয়েদের এসব খেলতে নেই। আমাদের প্রতিবেশীরাও নানা কথা শুনিয়েছে।

160818134020_mumbai_suburb_women_football_624x351_bbc

বোরকা আর হিজাব পড়ে এলেও মাঠের একপাশের রুমে তারা সেগুলো খুলে রাখে। এরপর জুতা পড়ে মাঠে খেলতে নামে।

 

এই মুসলিম মেয়েরা মুম্বাইয়ের মুসলিম অধ্যুষিত একটি এলাকা থেকে এসেছে। সেখানকার মেয়েদের ছোটবেলা থেকেই নানা নিয়মকানুনের মধ্যে বড় হতে হয়।

 

তাদের কাছে ফুটবলে লাথি মারা যেন, সামাজিক বাধাগুলোকেই আঘাত করার মতো, বলছিল একজন খেলোয়াড়।

160818134945_mumbai_suburb_women_football_624x351_bbc

একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই কিশোরীরা ফুটবলের জগতের সঙ্গে পরিচিত হয়ে উঠছে।

 

তাদের কোচ সাবা পারভিন বলছিল, প্রথম এক বছর ফুটবল খেলার কথা আমি কাউকেই বলতে পারিনি। যখন প্রথম ট্রফি জিতলাম, তখন ঘরে গিয়ে মাকে ফুটবল খেলার কথা জানালাম।

 

এই কিশোরী মেয়েদের কাছে ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি তাদের মুক্তির একটি মাধ্যম।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - খেলা