শনিবার , ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আকুপ্রেশার চিকিৎসা প্রশিক্ষণ নিলো শিক্ষা স্কুলের শিক্ষার্থীরা

Paris
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ৪:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

নগরীর স্বনামখ্যাত বিদ্যাপিঠ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আকুপ্রেশার চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছে। এ প্রশিক্ষণ প্রদান করেন আকুপ্রেশার বিশেষজ্ঞ ডা. রওশন আলী।

এসময় তিনি বলেন, মানুষ যদি একটি সচেতন হয় এবং আকুপ্রেশার চিকিৎসা নিজ উদ্যোগে শিখে নেয় তাহলে অনেক টাকার সাশ্রয় হবে। কারণ- এই চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগের সমাধান করা করা সম্ভব কোনো ওষুধ ছাড়ায়। ফলে প্রত্যেকে একটি সচেতন হয়ে এ বিষয়ে শিক্ষা নিলেই চিকিৎসা ব্যয়ের বোঝা আর বহন করতে হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত দেশও এখন আকুপ্রেশারে দিকে যাচ্ছে। চায়না, ভারত এখন অনেক অগ্রগামী। অথচ বাংলাদেশের মানুষ অতিবৈজ্ঞানিক এই চিকিৎসাপদ্ধতিকে এখনো ভালোভাবে নিচ্ছে না। এতে করে আমরা নিজেরা নিজেদেরই ক্ষতি করছি।

ডশক্ষা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহীম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসলাম-উদ-দৌলা প্রমুখ।

এদিকে শিক্ষা স্কুলে ইংরেজি স্পিকিং কোর্সও চালু করা হয়েছে। কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইংরেজি দৈনিক নিউ এজের প্রতিনিধি এসএম আতিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ইংরেজির শিক্ষক জেসমিন আক্তার।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর