বৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না

Paris
আগস্ট ১৮, ২০১৬ ২:৪৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এইচএসসি পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এ জন্য আমি আনন্দিত। তবে ছেলেদেরও পড়াশোনায় আরো বেশি মনোযোগ দিতে হবে। ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। সবাইকে সমানে সমান হতে হবে।’

 

বৃহস্পতিবার সকালে গণভবনে এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বিভিন্ন দেশের চেয়ে আমার দেশের ছেলেমেয়েরা মেধাবী। শুধু তাদের সুযোগ করে দিতে হবে। আর আমরা সেই কাজই করছি। যে উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে কলেজ করা হচ্ছে। উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। সেই সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই ফল প্রকাশ করায় সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা স্বাধীনতা মেনে নিতে পারেরনি, যারা একাত্তরে হানাদার বাহিনীকে সমর্থন করেছিল, তারাই ১৫ আগস্ট হত্যাকাণ্ড চালিয়েছিল।’

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন শিক্ষাকে। কারণ, শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, সেটা তিনি জানতেন। স্বাধীনতার পর তিনি যে সামান্য সময় পেয়েছিলেন ওই সময়ের মধ্যে শিক্ষার জন্য স্কুল-কলেজগুলো মেরামত করে শিক্ষা কার্যক্রম চালু করেন। সেই সঙ্গে ড. কুদরাত-এ-খুদাকে প্রধান করে একটি কমিশন গঠন করেন। তিনি চেয়েছিলেন, দেশের শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণ করতে পারে। তিনি সবকিছুর ভিত তৈরি করে দিয়েছিলেন।’

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আগে পাসের হার হতো ৪০ ভাগ, ৫০ ভাগ। মানুষ তাতেই খুশি হতো। কিন্তু তখন আমার খারাপ লাগত। তখন আমি উপকমিটি করে দিয়েছিলাম। আমাদের লক্ষ্য দেশকে দারিদ্র্যমুক্ত করব। একমাত্র শিক্ষাই এটা পারে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে জনগণ সেবা পাবে, এমন কাজ করি। দেশকে গড়ে তুলতে আমাদের সরকার কাজ করে। ৯৬ সালে ক্ষমতায় গিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিএনপি বলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলে বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমরা কেন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না। আমরা দেশ স্বাধীন করেছি, সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ হব। আমরা কেন অন্যের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করব।’

তিনি বলেন, ‘৯৬ সালে আমরা শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলাম। কিন্তু ৫ বছর খুব কম সময়। তাই বাস্তবায়ন করতে পারি নি। ২০১০ সালে আমরা প্রথম পূর্ণাঙ্গ শিক্ষা নীতিমালা করি। বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলি। আমরা বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়ে ১২টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করি।’

শেখ হাসিনা বলেন, ‘১৬ কোটি মানুষের দেশ। আমাদের ভূখণ্ড কম কিন্তু জনসংখ্যা বেশি। তাই ছেলেমেয়েদের এমন শিক্ষা দিতে হবে যাতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে।’

তিনি বলেন, ‘আজ ডিজিটাল পদ্ধতি দেশের মানুষের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘বঙ্গবন্ধু চেয়েছেন ক্ষুধামুক্ত দেশ গড়তে। আর আমরা সেই কাজ করে দিয়ে যাব।’

 

সূত্র :রাইজিংবিডি

 

সর্বশেষ - জাতীয়