মঙ্গলবার , ১৫ আগস্ট ২০১৭ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভোলাহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

Paris
আগস্ট ১৫, ২০১৭ ৩:৫৫ অপরাহ্ণ

ভোলাহাট প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মঙ্গলবার পালিত হয়েছে জাতীয় শোক দিবস। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ১৪ আগষ্ট বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের চিত্রাংকণ, রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আজ ১৫ আগষ্ট সুর্যোদয়ের সাথে সাথে সরকারী, আধাসরকারী স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ৯টায় শোক র‌্যালী, বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান মাসুদ, ওসি ফাসির উদ্দীন, উপজেলা আলীগ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সহ সভাপতি আইয়ুব আলী মন্ডল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, জামবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান তারা, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাব্বুল হোসেন, আফসার হোসেনসহ অন্যরা।

পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। সুবিধা মত সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবসের উপর সঙ্গগতি রেখে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়া আওয়ামীলীগ উপজেলা শাখা, কৃষকলীগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, একটি বাড়ী একটি খামার, জামবাড়ীয়া ইউপি, জামবাড়ীয়া যুবলীগ শাখা, মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করেন।

অন্যদিকে নিরাময় ক্লিনিক শোক দিবস উপলক্ষে বিনামূল্যে ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা গ্রহণ করে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর