সিল্কসিটিনিউজ ডেস্ক: বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি বললেই সকলেরই এতদিন মনে আসতো মাইক্রোসফটের বিল গেটসে নাম৷ কিন্তু বিল গেটসকেও পেছনে ফেলে এই তকমা ছিনিয়ে নিলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস৷ ভোর্বস ম্যাগাজিনের মতে তিনিই এই মুহূর্তে বিশ্বে সব থেকে ধনী৷
এই ম্যাগাজিনের মতে, বেজোসের আর্থিক এবং আর্থিক নয় এমন সম্পত্তির মূল্য ৯০.৫ বিলিয়ন মার্কিন ডলার৷ অন্যদিকে গেটসের কাছে রয়েছে ৯০ বিলিয়ন মার্কিন ডলার৷
ফোর্বসের মার্চের একটি পত্রিকার ব়্যাঙ্কিং অনুযায়ী, গত চার বছরে সব থেকে ধনী ব্যক্তি ছিলেন৷ তবে বেজোসের বেশিরভাগ সম্পত্তিই আমাজনের থেকে। যদিও তিনি ব্লু অরিজিন কম্পানি এবং ওয়াশিংটন পোস্ট-এর কর্তা ছিলেন৷ সূত্র: কলকাতা ২৪