সোমবার , ১৫ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

স্পিন বোলিং ক্যাম্প শুরু হচ্ছে মঙ্গলবার

Paris
আগস্ট ১৫, ২০১৬ ১:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পেসারদের পর স্পিনারদের নিয়ে বিশেষ ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (মঙ্গলবার) থেকে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের স্পিনারদের ক্যাম্প শুরু হবে।

ছয় দিনের ক্যাম্প পরিচালনার জন্যে সোমবার ঢাকায় এসেছেন ভারতের প্রাক্তন স্পিনার ভেঙ্কটপতি রাজু। ছয় দিন ক্যাম্প পরিচালনা করবেন তিনি। এইচপি স্কোয়াডের ১৭ স্পিনারের পাশাপাশি জাতীয় দলের আট স্পিনারও রাজুর ক্লাসে থাকবেন। একাডেমি মাঠ ও ইনডোরে স্পিনার ক্যাম্প হবে।

জাতীয় দল: তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মো. সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ।

এইচপি স্কোয়াড: সানজামুল ইসলাম, নূর হোসেন মুন্না,তানভীর হায়দার খান, সাকলায়েন সজীব, মেহেদী হাসান মিরাজ, আল-আমিন, মেহেদী হাসান, রাহাতুল ফেরদৌস জাভেদ, নাসুম আহমেদ, সোহাগ গাজী, মো. ওমর, রনি চৌধুরী, মোশাররফ হোসেন রুবেল, সালেহ আহমেদ শাওণ গাজী, মাহমুদুল হাসান লিমন, রাফি রেজা, লিটন চন্দ্র ধার।

ভারতের হয়ে ২৮ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলেছেন ভেঙ্কটপতি রাজু। টেস্টে ৯৩ ও ওয়ানডেতে ৬৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার। এছাড়া ১৭৭ প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৮৯ উইকেট নিয়েছেন তিনি। ২০০৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের জাতীয় দলের নির্বাচকের (সাউথ জোন) ভূমিকায় দায়িত্ব পালন করেন রাজু।

 
সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - খেলা