মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নিহত সন্ত্রাসীরা বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য: স্বরাষ্ট্রমন্ত্রী

Paris
জুলাই ৫, ২০১৬ ৮:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশানে হামলাকারীরা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

তিনি বলেন, তাদের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। অভিভাবকেরা তাদেরকে শনাক্ত করেছেন।

হামলার চারদিন পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, “নিহত সন্ত্রাসীরা সবাই বাংলাদেশী এবং নিষিদ্ধ-ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্য।”

হামলাকারীরা কোন কোন জঙ্গি সংগঠনের সদস্য বা আইএসের সাথে তাদের সম্পর্ক আছে কীনা এসব বিষয়ে তিনি কিছু বলেননি।

সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দেননি তিনি।

তবে তিনি বলেছেন, “বিভিন্ন সময়ে জঙ্গি হামলার মতোই এই হামলা ঘটেছে বলে আমরা মনে করি।”

 

মি. খান বলেন, কমান্ডো অভিযানের পর যে ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো তাদের মধ্যে ৬ জনকে প্রাথমিকভাবে জঙ্গি বলে সন্দেহ করা হয়েছিলো।

তাদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তবে নিহত ৬ষ্ঠ জনের ব্যাপারে তিনি কিছু বলেন নি।

এর আগে পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, পুলিশ হামলাকারী হিসেবে যে পাঁচজনের ছবি প্রকাশ করেছে তাদের একজন হলি আর্টিজান বেকারির বাবুর্চি বলে পরে জানতে পেরেছেন।

তবে ওই বাবুর্চি নিরাপত্তা বাহিনীর গুলিতে নাকি জঙ্গিদের হাতে মারা গেছেন সেবিষয়ে পুলিশের ওই কর্মকর্তা কিছু বলেন নি।

উদ্ধার হওয়া জিম্মিদের কতোজন বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে সেবিষয়েও তিনি কিছু বলেননি।

সূত্র: বিবিসি বাংলা

সর্বশেষ - জাতীয়