রবিবার , ১৪ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুলি করে ছিনতাই চেষ্টার ঘটনায় আটক দু্ইজন জেলহাজতে

Paris
আগস্ট ১৪, ২০১৬ ৪:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাপাশিয়া এলাকায় গুলি ছুঁড়ে বিকাশকর্মীদের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে মতিহার থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় তালাইমারি শহীদ মিনার থেকে জনি ও শহিদুল নামের দুইজনকে আটকের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেন বলেন, আটক করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। এদের বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি ওসি।

অপরদিকে ছিনতাইকারীর গুলিতে আহত বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) রবিবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত বুধবার (১০ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর মতিহারের কাপাশিয়া এলাকায় ছিনতাইকারীরা বিকাশের দিই কর্মীকে গুলি করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে।

ওই ঘটনায় আহত বিকাশের আরো এক কর্মী পলাশ এখনো রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স/মি

সর্বশেষ - রাজশাহীর খবর