শনিবার , ১৩ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সিরাজগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা

Paris
আগস্ট ১৩, ২০১৬ ৩:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

দেশব্যাপী প্রতিযোগিতার অংশ হিসেবে সিরাজগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের তত্বাবধানে এবং বাংলাদেশ নৌ-বাহিনীর সহযোগিতায় ”সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ” ট্যালেন্ট হান্ট কর্মসূচি সকাল ১০টায়  সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

 

সরকারি কলেজ মাঠের পুকুরে জেলা প্রশাসক বিল্লাল হোসেন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গাজী সফিকুল সফি।

 

আরও উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, লে. কমান্ডার এম নাইমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, বাংলাদেশ জাতীয় সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, ফেডারেশনের দক্ষিণ কোরিয়ান কোচ তেগুন পার্ক, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন প্রমুখ।

 

এতে বিভিন্ন বয়সী ১৩০ জন প্রতিযোগী অংশ নেয়। এদিন মোট ১৭ জন সাঁতারুকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।

স/অ

 

সর্বশেষ - খেলা