মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে এমপিওভূক্ত শিক্ষকরা

Paris
জুলাই ৫, ২০১৬ ৪:৪০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ৬৭টি এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন ভাতার সরকারি অংশের টাকা উত্তোল করতে পারেনি। জুন মাসের বেতর ভাতার টাকা ব্যাংকে আসে নি। তবে অর্ডার হলেও শিক্ষকরা ঈদ বোনাসের টাকা উত্তোলনের শেষ দিন ছিল গত বৃহস্পতিবার সেটাও উত্তোলন করতে পারেনি। ফলে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মনে ঈদে নেই আনন্দ।

জানা যায়, ৩০ জুন ঈদ বোনান প্রদানের সরকারি সিদ্ধান্ত হলেও ব্যাংকে এমপিও শিট আসতে দেরি হয়। ফলে ব্যাংক কর্তৃপক্ষের গাফলতির কারনে উপজেলার শিক্ষকরা ঈদ বোনাস উত্তোলন করতে পারেনি। ফলে টাকার অভাবে শিক্ষক-কর্মচারীদের মধ্যে অনেকে স্ত্রী, বাবা-মা, ছেলে-মেয়ে, প্রিয়জনদের ঈদে নতুন পোশাক কিনে দিতে পারেনি।

উপজেলার স্কুল ও কলেজের অধিকাংশ শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকরা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে বেতন ভাতা না পাওয়ায় তাদের পরিবারে আনন্দ অনেকটাই স্লান হয়ে গেছে।

এব্যাপারে সোনালী ব্যাংক আড়ানী শাখার ম্যানেজার তারিখ হাসান সিল্কসিটি নিউজকে বলেন, ‘ঈদ বোনাসের টাকা ৩০ মে দুপুরের দিকে পৌছায়। তাৎক্ষনিক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বিল তৈরী করে জমা দেওয়ার জন্য বলা হলেও শিক্ষকরা তা করেনি। ফলে ঈদ বোনাসের টাকা শিক্ষকরা উত্তোলন করতে পারেনি। ’

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর