মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাংলাদেশে নিরাপত্তা শঙ্কায় ইংল্যান্ড অধিনায়ক

Paris
জুলাই ৫, ২০১৬ ৩:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক ইয়ান মরগান। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের।

কিন্তু ঢাকার গুলশানে একটি ক্যাফেতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। শুক্রবারের হামলার পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে সফরের কথা বিবেচনা করবে তারা।

এদিকে অধিনায়ক ইয়ান মরগান সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আমি মনে করি এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা রয়েছে। আমরা সব সময় বোর্ডের সিদ্ধান্ত অনুসরণ করি। তারা প্রতিবেদন তৈরি করে, নিজস্ব প্রতিনিধি প্রেরণ করে জায়গাটি নিরাপদ কি না, তা বের করে। এরপর খেলোয়াড়দের মত গ্রহণ করে। তবে এ মুহূর্তে নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা রয়েছে।’

papon-05-10-15

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মনে করেন ইংল্যান্ড সফরে নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি থাকবে না। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ইংলিশ দলটিকে। নাজমুল হাসান পাপন বলেছেন,‘প্যারিসে আক্রমণের পর কিন্তু ওখানে খেলা বন্ধ হয়ে যায়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে বলে আমি বিশ্বাস করি। এ ছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না। তারপরও আমরা রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

এদিকে ইংল্যান্ডের অধিনায়ক নিরপেক্ষ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। মরগান বলেন, ‘আমি মনে করি এটা হতে পারে। তাহলে সফরে কোনো বাধা থাকবে না।’

প্রসঙ্গত এর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তা শঙ্কায় গত বছর বাংলাদেশ সফর স্থগিত করে। একই কারণে চলতি বছর অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বয়কট করে।

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - খেলা