মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোহলির আক্রমণাত্মক আচরণের সমর্থনে কুম্বলে

Paris
জুলাই ৫, ২০১৬ ৩:২২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

সবে মাত্র ভারতীয় জাতীয় দলের কোচের ভূমিকায় এলেন অনিল কুম্বলে। তবে এরই মধ্যে দলের ক্রিকেটারদের মন যোগানো শুরু করেছেন তিনি। সর্বশেষ দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির আক্রমণাত্মক ভূমিকার সমর্থন করলেন সাবেক এই ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই চার টেস্টের লম্বা সফরের আগে কুম্বলে বলেন, ‘আমি তার আক্রমণাত্মক ভঙ্গি পছন্দ করি। আমি এটাতে খারাপ কিছু দেখি না। আমিও আক্রমণাত্মক ছিলাম। তবে মাঠের খেলার উপর সব কিছু নির্ভর করতো।’

সম্প্রতি রবি শাস্ত্রীকে পেছনে ফেলে ভারত জাতীয় দলের কোচ পদে নিযুক্ত হন কুম্বলে। এর আগে এই পদটির জন্য ৫৭ জন আবেদন করেন। যেখানে টম মুডি, ভেঙ্কাটেশ প্রশাদের মতো অভিজ্ঞরাও ছিলেন। তবে কুম্বলের আগে কখনও কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও নির্বাচক কমিটিতে থাকা শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন তার ওপর আস্থা রাখেন।

সূত্র: বাংলানিউজ

সর্বশেষ - খেলা