শুক্রবার , ১২ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু সানা নিহত

Paris
আগস্ট ১২, ২০১৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সুন্দরবনের ত্রাস বনদস্যু জোনাব বাহিনীর সদস্য আনোয়ারুল সানা (৪৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত শেষরাতে খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়খড়িয়া নদীর দক্ষিণ পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচটি কার্তুজ ও দুটি দা উদ্ধার করেছে।

নিহত আনোয়ারুল সানার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। সে কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের জিয়াদ আলী সানার ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ নিজ বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করে।

কয়রা থানার অফিসার ইনচার্জ শমশের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকাল সাড়ে ৮টায় জানান, আনোয়ারুল সানা সুন্দরবনের ত্রাস বনদস্যু জোনাব বাহিনীর সদস্য ছিল।

রাতে গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের জন্য তাকে নিয়ে সুন্দরবনের গহিনে অভিযান শুরু হয়। রাত ৪টা ৩৫ মিনিটে বনের খড়খড়িয়া নদীর দক্ষিণ পাড়ে গেলে অপর দস্যুরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে পালাতে গিয়ে বনদস্যু সানা গুলিবিদ্ধ হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারুল সানার বিরুদ্ধে একটি হত্যা, ছয়টি ডাকাতি, দুটি অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - জাতীয়