মঙ্গলবার , ৫ জুলাই ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

Paris
জুলাই ৫, ২০১৬ ৩:১৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কূটনীতিকদের আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গুলশানে সন্ত্রাসী হামলার বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এ ব্রিফিংয়ে ৫০টিরও বেশি দেশের কূটনীতিকরা অংশ নেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ ভয়াবহ বিপদ মোকাবিলায় অন্যান্য দেশের আঞ্চলিক সংস্থা এবং জাতিসংঘের সঙ্গে একসাথে কাজ করবে বাংলাদেশ।

তিনি আশা প্রকাশ করেন, এ সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক কমিউনিটি বাংলাদেশের পাশে থাকবে। সন্ত্রাসী হামলায় ২০ জন নিরপরাধ মানুষ নিহত হওয়া কূটনীতিকদের মাধ্যমে তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনার পর যারা প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে সহমর্মিতা এবং পাশে থাকার কথা জানিয়েছেন তাদের ধন্যবাদ জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের আশস্ত করে বলেন, বাংলাদেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে স্বমূলে ধ্বংস করা হবে।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়