বুধবার , ১০ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

মানবতাবিরোধী অপরাধ: চলছে সাখাওয়াতের রায় পড়া

Paris
আগস্ট ১০, ২০১৬ ১২:৪৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যশোরের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ আট মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে থাকা মামলার রায় পড়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আজ বুধবার বেলা ১১টার দিকে ৭৬৮ পৃষ্ঠা রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন। রায় পড়া শুরুর আগে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেওয়া হবে।

শুরুতে রায়ের সূচনা অংশ পড়েন বিচারপতি সোহরাওয়ার্দী এবং অভিযোগ অংশ পড়েন আরেক বিচারপতি শাহিনুর ইসলাম। এরপর সাজার অংশ পড়বেন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক। ৮ আসামির বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার পাঁচটি অভিযোগ রয়েছে। এর আগে ১৪ জুলাই প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।

আট আসামির মধ্যে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক সাখাওয়াত ও মো. বিল্লাল হোসেন বিশ্বাস শুনানির সময় আদালতে হাজির ছিলেন। তবে. ইব্রাহিম হোসাইন, শেখ মো. মজিবুর রহমান, এম এ আজিজ সরদার, আব্দুল আজিজ সরদার, কাজী ওহিদুল ইসলাম এবং আব্দুল খালেক পলাতক রয়েছেন। আরেক আসামি লুৎফর মোড়ল কারাবন্দি থাকা অবস্থায় মারা গেছেন।

সূত্র :কালেরকণ্ঠ

সর্বশেষ - জাতীয়