নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে এক শিবিরকর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম আজ বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
মহানগরীর ৪টি থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১০ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ৫ জন, ডিবি পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৩ জনকে মাদকদ্রব্যসহ, ১ জন রাজনৈতিক ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ আমিরুল পারভেজ (৩৫) কে ৭ বোতল ফেন্সিডিলসহ, মেসকাত হোসেন (২৬) কে ১২ পিচ ইয়াবাসহ , ডিবি পুলিশ নাসিম(৪৫), সাইদুল ইসলাম (৩৫), আঃ মালেক দেরকে ১০০ গ্রাম গাঁজাসহ ও মতিহার থানা পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কামরুল হাসান (৩০) নামক শিবির কর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতার কৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স/অ