সোমবার , ৪ জুলাই ২০১৬ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গুলশান হামলার প্রতিবাদে বাগেরহাটে মোমবাতি প্রজ্বলন

Paris
জুলাই ৪, ২০১৬ ২:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:

গুলশানে হলি আর্টিসান বেকারি রেস্তোরায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করে বাগেরহাটের স্থানীয় সংগঠন আলোকবর্তিকা।
আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই মোমবাতি প্রজ্বলন ও সন্ত্রাসবিরোধী সভার অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা  শরীফ নজরুল ইসলাম, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোন্দকার আছিফউদ্দিন (রাখী), যাত্রাপুর গণকেন্দ্র পাঠাগারের সম্পাদক শেখ মাহাবুবুর রহমান (লিটন), যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ. মতিন, যাত্রাপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান পলাশ, রাংদিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক মাসুদুর রহমান বাবু, আলোকবর্তিকার সভাপতি মো. সুরুজ খাঁন, আলোকবর্তিকার কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
খোন্দকার আছিফউদ্দিন (রাখী) বলেন, পরিবারের উচিৎ তাদের সন্তানদের বিষয়ে যাবতীয় খোঁজ খবর রাখা এবং সঠিক শিক্ষা দেওয়া।
শরীফ নজরুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি সন্তানকে সহনশীলতা শেখাতে হবে, যাতে সে যেন নিজেকে বঞ্চিত মনে না করে।

স/আর

সর্বশেষ - জাতীয়