বৃহস্পতিবার , ৩০ নভেম্বর ২০২৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৪ ককটেল বিস্ফোরণ

Paris
নভেম্বর ৩০, ২০২৩ ৬:১০ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পরে পরেই র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে ককটেলগুলোর বিস্ফোরণের শব্দ পান কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে তা খতিয়ে দেখছি। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী মো. জুয়েল বলেন, আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের ওপরের দিকে বিকট শব্দ হয়। এরপর চারপাশে ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার সারা দেশে বিএনপি-জামায়াতের ডাকে ১২ ঘণ্টার হরতাল চলছে। এর মধ্যেই দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেয়ার কাজ চলে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ (বৃহস্পতিবার)।দুপুরের দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম জানান, শেষ দিনে এখন পর্যন্ত ৫৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

Spiring 2025 New Design

সর্বশেষ - জাতীয়