বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০১৬ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৯ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

Paris
ডিসেম্বর ২৯, ২০১৬ ১১:২৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিউজিল্যান্ডের নেলসনের স্যাক্সটন ওভালে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার ভোর ৪টায় মাঠে নেমেছে বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ড।

স্কোর: বাংলাদেশ ১৭৩/৮ (৩৪ ওভার)। ব্যাটিংয়ে তাসকিন ও  নুরুল হাসান।

নিউজিল্যান্ড ২৫১/১০ (৫০ ওভার)।  নেইল ব্রুম ১০৯*

টার্গেট: ২৫২। (৫০ ওভার)।

বাংলাদেশ ইনিংস

নিউজিল্যান্ডের অষ্টম শিকার মাশরাফি: এর আগে টানা উইকেট হারালেও নুরুল হাসানকে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন টাইগার দলপতি মাশরাফি। তবে ৩৭ তম ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৭ রান করে বোল্টের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাশরাফি।

অভিষেকে অনুজ্জ্বল তানভীর: ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দলের বিপর্যয় এড়াতে কোনো ভূমিকা রাখতে পারেননি অভিষিক্ত ক্রিকেটার তানভীর হায়দার। ৩৩ তম ওভারের চতুর্থ বলে উইকেট বিলিয়ে দিয়ে এসে দলকে আরও বিপদে ফেলেন তিনি। উইলিয়ামসনের বলে লুক রঞ্চির হাতে স্ট্যাম্পিং হওয়ার আগে মাত্র ২ রান করেন তিনি।

হতাশ করলেন ইমরুলও: দুইবার লাইফ পেয়ে ব্যক্তিগত সংগ্রহ ফিফটি ছাড়িয়ে বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন ইমরুল কায়েস। দলের দুঃসময়ে সৌম্যের পরিবর্তে আসা এই ওপেনারের উপর অনেক প্রত্যাশা ছিল টাইগার সমর্থকদের। কিন্তু ৩২ তম ওভারের তৃতীয় বলে টিম সাউদির বলে নেইল ব্রুমের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি। আউট হওয়ার আগে ৮৯ বলে ৬ চারে ৫৯ রানের ইনিংসটি খেলেন তিনি।

উইলিয়ামসনের দ্বিতীয় শিকার মোসাদ্দেক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ফিফটি করে অপরাজিত ছিলেন মোসাদ্দেক। নেলসনে এই ম্যাচেও তার উপর প্রত্যাশার আলো ছিল। কিন্তু ৩১তম ওভারের চতুর্থ বলে উইলিয়ামসনের বলে নিসামের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৩রানে ফেরেন মোসাদ্দেক।

উইলিয়ামসনের বলে কট সাকিব: কেন উইলিয়ামসনের বলে নেইল ব্রুমের হাতে ক্যাচ হয়ে ফেরেন সাকিব আল হাসান। বাংলাদেশের অভিজ্ঞ এ অলরাউন্ডার আউট হওয়ার আগে ১০ বল মোকাবেলা করে মাত্র ৭ রান করেন।

ইমরুলের হাফসেঞ্চুরি: ফার্গুসনের অফস্ট্যাম্পের বাইরের বল কাট করে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন ইমরুল কায়েস। ৪৯ থেকে ইমরুল পৌঁছে গেলেন ৫৩ এ। ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরির স্বাদ নিলেন বাঁহাতি ওপেনার। ৭৯ বলে ৬ বাউন্ডারিতে হাফসেঞ্চুরি তুলেন ইমরুল।

দারুণ ইয়র্কারে বোল্ড মাহমুদউল্লাহ: কিছু বুঝে উঠার আগেই বোল্ড মাহমুদউল্লাহ। ফার্গুসনের দ্রুত গতির ইয়র্কার সোজা আঘাত করে মাহমুদউল্লাহর টো’র ওপর। ব্যাট নামিয়ে বল ব্লক করতে চেয়েছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরী হয়ে গেছে! প্রথম ম্যাচে ভালো করতে না পারা মাহমুদউল্লাহ এ ম্যাচেও ফ্লপ। তার ব্যাট থেকে এল মাত্র ১ রান।

রান আউট সাব্বির: ইমরুল কায়েসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার সাব্বির রহমান। রান আউট হওয়ার আগে দারুণ ব্যাট চালাচ্ছিলেন সাব্বির।  ৩৯ বলে ২ চার ও ৩ ছক্কায় সাব্বির করেছিলেন ৩৮ রান।  দ্বিতীয় উইকেটে ইমরুল ও সাব্বির স্কোরবোর্ডে যোগ করেছিলেন ৭৫ রান।

সেঞ্চুরি: ১২.৫ ওভারে দলীয় হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর ২১.৫ ওভারে সেঞ্চুরির দেখা পেয়েছে বাংলাদেশ। সাব্বির রহমান ও ইমরুল কায়েসের ব্যাটে চড়ে সেঞ্চুরির স্বাদ পেয়েছে বাংলাদেশ।

ফ্রি হিটে সাব্বিরের ছক্কা: ফার্গুসনের করা ১৬তম ওভারে ফ্রি হিট পেয়েছিলেন সাব্বির রহমান। সাব্বির ফ্রি হিট থেকে ছক্কা আদায় করে নেন। ডাউন দ্যা উইকেটে বেরিয়ে ‘বেসবল’র মত হিটে লং অন দিয়ে বল বাউন্ডারির বাইরে পাঠান সাব্বির।

হাফসেঞ্চুরি: ১২.৫ ওভারে দলীয় হাফসেঞ্চুরির দেখা পেয়েছে বাংলাদেশ।  তামিম ফিরে যাবার পর ইমরুল ও সাব্বির প্রতিরোধ গড়ে তুলে রানের চাকা সচল রেখেছেন।

উইকেট বিলিয়ে এলেন তামিম: ২৫২ রানের লক্ষ্যে প্রথম দুই ওভারে বাংলাদেশের রান ১৮। ৭ ওভারে দুই বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস স্কোরবোর্ডে ৩০ রান যোগ করেন। তবে অষ্টম ওভারের দ্বিতীয় বলে তামিম ভুল শটে নিজের উইকেট বিলিয়ে আসেন। টিম সাউদির বলে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে কাভারে ক্যাচ দেন ১৬ রান করা তামিম।

নিউজিল্যান্ড ইনিংস

সেরা বোলিং: বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ ২টি করে এবং শুভাশীষ রায় ও মোসাদ্দেক হোসেন ১টি করে উইকেট নেন।

নেইল ব্রুমের সেঞ্চুরি: ব্যাট হাতে দারুণ সেঞ্চুরি তুলে নিউজিল্যান্ডের হয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে একাই লড়াই করেছেন নেইল ব্রুম। চারে নেমে ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১০৭ বলে ৮ চার ও ৪ ছক্কায় ব্রুমের ব্যাট থেকে আসে ১০৯ রান। এটি তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

উইকেটের খাতা খুললেন শুভাশীষ: চতুর্থ ওভারেই পেতে পারতেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটের স্বাদ। কিন্তু নিজের ভুল অপেক্ষা বাড়ে ডানহাতি এ পেসারের। অবশেষে আসল সেই মাহেন্দ্রক্ষণ। মিচেল স্যান্টনারকে আউট করে শুভাশীষ উইকেটের খাতা খুলেন। শর্ট বল পুল করতে গিয়ে মাশরাফির হাতে ক্যাচ দেন স্যান্টনার (৯)।

তাসকিনের দ্বিতীয় সাফল্য:  তাসকিন আহমেদের গতির কাছে হার মানলেন লুক রনকি। ব্যক্তিগত ৩৫ রানে শর্ট মিড উইকেটে তানভীরের হাতে ক্যাচ দেন কিউই উইকেট রক্ষক ব্যাটসম্যান। প্রথম ম্যাচেও রনকির উইকেট নিয়েছিলেন তাসকিন।

মাশরাফির দ্বিতীয় শিকার কলিন মানরো: দারুণ এক ইনসুইংয়ে কলিন মানরোকে ৩ রানে বোল্ড করেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম স্পেলে প্রথম ওভারে সাফল্য পাওয়ার পর দ্বিতীয় স্পেলের দ্বিতীয় ওভারে দলকে আনন্দের জোয়ারে ভাসান টাইগার দলপতি। এর আগে ইনিংসের শুরুতে আউট করেছিলেন মার্টিন গাপটিলকে।

কিউই প্রতিরোধ ভাঙেন মোসাদ্দেক: ৪৭ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ে তুলে। জেমস নিশাম ও নেইল ব্রুম বাংলাদেশের পেসার ও স্পিনারদের দেখে-শুনে খেলে দলের পুঁজি বাড়ান। বিপদজনক হয়ে উঠা জুটি ৯৮ রানে ভাঙেন স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। বাঁহাতি ব্যাটসম্যান জেমস নিশাম (২৮) মোসাদ্দেকের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পড হন। উইকেটের পিছনে ক্যারিয়ারের প্রথম ডিসমিসালের সুযোগ হাতছাড়া করেননি নুরুল হাসান।

সাকিবের শিকার লাথাম: সাকিব করা ১৪তম ওভারের প্রথম বল সুইপ করতে চেয়েছিলেন টম লাথাম। কিন্তু সাকিবের ফ্লাইটে বল মিস করেন লাথাম। বল আঘাত করে লাথামের প্যাডে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করতে নামা ক্রিস ব্রাউন সাকিবের আবেদনে আঙুল তুলে দেন। লাথাম রিভিউ নিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় জীবন পাননি প্রথম ম্যাচের নায়ক। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ানের ইনিংস আজ ২২ রানে থেমে যায়।

তাসকিন ফেরান উইলিয়ামসনকে: প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ওয়ানডেতেও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে সাজঘরে ফেরত পাঠান তাসকিন আহমেদ। তাসকিনের বলে অন সাইড ফ্লিক করতে গিয়ে মিড অনে সাকিবের হাতে ক্যাচ দেন কিউই অধিনায়ক। ১৪ রানে সাজঘরে ফিরেন তিনি। ১৩ রানে শুভাশিষের হাতে জীবন পেয়েছেন উইলিয়ামসন।

কেন উইলিয়ামসনের ক্যাচ মিস: আন্তর্জাতিক ক্রিকেটে নিজের চতুর্থ ওভারেই উইকেটের স্বাদ পেতে পারতেন শুভাশীষ রায়। কিন্তু নিজের ভুলেই পারেননি ! ব্যক্তিগত ১৩ রানে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন শুভাশীষকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন। কিন্তু বল তালুবন্দি করতে ব্যর্থ হন ডানহাতি পেসার।

মাশরাফির আঘাত: নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলকে প্রথম ওভারে সাজঘরের পথ দেখান মাশরাফি বিন মুর্তজা। প্রথম ওভারের চতুর্থ বলে এলবিডাব্লিউ’র শিকার হন গাপটিল। তৃতীয় বলেও মাশরাফি এলবিডাব্লিউ’র আবেদন করেছিলেন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি। মাশরাফি রিভিউ নিলে তা বাংলাদেশের পক্ষে আসেনি। তৃতীয় আম্পায়ার জানান, বলের ইমপ্যাক্ট অফ স্ট্যাম্পের বাইরে ছিল।

টস: টস জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

টস জিতে ফিল্ডিং কেন? নেলসনে ফল হওয়া ৫টি ম্যাচেই হেরেছে আগে ব্যাট করা দল। এই মাঠে রান তাড়া করা বেশ সহজ।  বাংলাদেশ সর্বোচ্চ ৩১৯ রান চেজ করে জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন: বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোট পাওয়া মুশফিকুর রহিমের পরিবর্তে অভিষেক হয়েছে কাজী নুুরুল হাসান সোহানের। মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখা হয়েছে। তার পরিবর্তে খেলছেন শুভাশীষ রায়। বাজে পারফরম্যান্সের কারণে সৌম্য সরকারকে বাদ দেয়া হয়েছে। একাদশের নতুন মুখ তানভীর হায়দার। তিন ক্রিকেটারের আজ ওয়ানডে অভিষেক হল।

নিউজিল্যান্ড: নিউজিল্যান্ড দলে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক দল।

সিরিজ: সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হারে ১-০ তে পিছিয়ে বাংলাদেশ। আজ হারলেই সিরিজ হারাবে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে কিউইরা।

অতীত স্মৃতি: নেলসনে এর আগে একবার খেলেছিল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। আগে ব্যাটিং করে স্কটল্যান্ড ৮ উইকেটে ৩১৮ রান করে। জবাবে ৩১৯ চেজ করে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেই জয়ের সুখস্মৃতি থেকেই আজ সিরিজে ফেরার প্রেরণা পাচ্ছে বাংলাদেশ দল।

 

 

সূত্র: রাইজিংবিডি

 

সর্বশেষ - খেলা