নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলন এর জন্য মাঠের প্রস্তুতি শুরু করা হয়েছে। আগামী 8 ডিসেম্বর রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল পরিদর্শন করেন জেলা সভাপতি
ওমর ফারুক চৌধুরী এমপি, এমপি আয়েন উদ্দিন, সাবেক এমপি কাজী আব্দুল ওয়াদুদ দারা, মহিলা এমপি আদিবা আনজুম মিতা, বাঘা উপজেলা চেয়ারম্যান লাইভ উদ্দিন লাভলু জেলা আওয়ামী লীগের জেলা যুবলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
সোমবার বিকেলে নেতাকর্মীরা রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মমেলনস্থল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ পরিদর্শণ করেন।
এর আগে কয়েকবার রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন আগে-পরে করা হয়। শেষ পর্যন্ত গতকাল রবিবার রাজশাহী জেলা আওয়ামীলীগের সম্মেলন আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়।
স/আর