সিল্কসিটিনিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরাইলি কূটনৈতিক ও মার্কিন সামরিক ঘাঁটিতে সেনাদের ওপর হামলার চক্রান্ত বানচাল করে দিয়েছে জর্ডানের গোয়েন্দা বাহিনী।
তারা এমন হামলার পরিকল্পনাকারী দুই সন্দেভাজন সন্ত্রাসীকে আটক করার দাবি করেছে।
মঙ্গলবার জর্ডানের আল রাই সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজনদের পরিকল্পনা ছিল গাড়ি চালিয়ে তাদের লক্ষ্যে পৌঁছে গুলি ছোড়া ও ছুরি হামলা চালানো।
জর্ডানের নিরাপত্তা আদালতে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানানো হয়েছে।
আইএস ও অন্যান্য কট্টরপন্থী সন্ত্রাসী গোষ্ঠী মার্কিন মিত্র দেশে হামলার নিশানায় পরিণত হয়েছে। বর্তমানে কয়েকডজন জঙ্গি দীর্ঘ কারাভোগ করছে।
জর্ডান বলছে, গত বছর আইএসের সিরিজ হামলার পরিকল্পনা বানচাল করে দেয়া হয়েছে।
যার মধ্যে নিরাপত্তা স্থাপনা, বিপণিবিতান এবং উদারপন্থী ধর্মীয় নেতারা রয়েছেন। এমন হামলার সন্দেহজনকদের গ্রেফতার করা হয়েছে।