সিল্কসিটিনিউজ ডেস্ক:
কয়েকদিন আগে অস্ট্রেলিয়া সফর করে এসেছে ভারতীয় ক্রিকেট দল। সেই সময় সফরকারীদের নিয়ে বেশ হাসি-ঠাট্টা, মশকরা করেছে স্বাগতিকরা। এবার ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। ভারতীয়রাই বা বসে থাকবে কেন? কামান দাগালেন বীরেন্দর শেবাগ!
দুই টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে শিগগির ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। সেই সফর সম্প্রচারের দায়িত্ব পেয়েছে ভারতীয় একটি চ্যানেল। সেটিকেই কাজে লাগিয়েছেন শেবাগ।
সম্প্রতি চ্যানেলটিতে একটি বিজ্ঞাপন প্রদর্শিত হয়েছে। সেটি রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বিজ্ঞাপনে দেখা গেছে, অস্ট্রেলিয়ার জার্সি পরে ড্রেসিংরুমে ঢুকছে একদল দুগ্ধপোষ্য শিশু। আদুরে ডাক, ‘ওলে ওলে ওলে’ বলে তাদের ডাকছেন শেবাগ। বলছেন, দেখ কারা এসেছে এখানে? অজি পুরো বাহিনী চলে এসেছে। এদের মধ্যে দুজনকে কোলে তুলে নেন তিনি। পরে তারা হিসু করে দেয়।
শিশুদের দেখিয়ে ধারা বর্ণনা দেন শেবাগ। তিনি বলেন, আমরা যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম, তখন তারা জিজ্ঞেস করেছিল বেবি সিটিং করবে? আমরা বলেছিলাম, সবাই চলে আস, অবশ্যই করব।
অস্ট্রেলিয়া সফরকালে ভারতীয় ক্রিকেটার রিশভ পন্তকে ‘বেবিসিটার’ বলে সম্বোধন করেন টিম পেইন। বলা বাহুল্য, সেই পরিপ্রেক্ষিতে অজিদের হিসু করা বাচ্চা হিসেবে উপস্থাপন করেছেন শেবাগ।
২৪ ফেব্রুয়ারি বিশাখাপত্তমের প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার ভারত সফর। ২ মার্চ ওয়ানডে সিরিজ শুরু হবে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এ দুই দলের যুদ্ধকে ধরা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ক্রিকেটীয় লড়াই হিসেবে। ঠাট্টার ছলে খোঁচাখুঁচির ব্যাপারগুলো তা যেন আরও জমিয়ে তুলছে।