শনিবার , ১০ নভেম্বর ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চালককে পুলিশের মারধরের প্রতিবাদে বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

Paris
নভেম্বর ১০, ২০১৮ ১০:২৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে এক ট্রাক চালককে পুলিশ সদস্যের মারধরের প্রতিবাদে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে যানবাহন শ্রমিকরা। সকাল ৮টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেতুতে ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, সকালে বঙ্গবন্ধু সেতু পূর্বপার এলাকায় সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলাচলকারী একটি ট্রাক থামিয়ে চাঁদা দাবি করেন। ওই ট্রাক চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার মুখমন্ডলে আঘাত করেন এসআই নূরে আলম। এতে ওই ট্রাক চালকের চোখ ফুলে যায়।

এই খবর ছড়িয়ে পড়লে,  সেতু দিয়ে চলাচলকারী অন্য ট্রাক চালকরা সকাল ৮টার পর বঙ্গবন্ধু সেতু পূর্বপাশে মহাসড়কের ওপর এলোপাথারিভাবে ট্রাক রেখে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এই ঘটনায় সেতু পূর্বপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - জাতীয়