জরায়ু প্রতিস্থাপনের পর সন্তান প্রসব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্ম দিয়েছেন ২৮ বছর বয়সী এক ভারতীয় নারী। পুনের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ওই নারীর চিকিৎসক দাবি করেছেন, ভারতের ইতিহাসে এমন ঘটনা প্রথম।

চিকিৎসক নীতা ভার্তি বলেন, মীনাক্ষী বালান নামের ওই নারী ২০১৭ সালের মে মাসে জরায়ু প্রতিস্থাপন করান। মীনাক্ষীর মা তার মেয়েকে জরায়ু দান করেছিলেন। গর্ভপাত হওয়ার পর মীনাক্ষীর জরায়ু অকার্যকর হয়ে যায়।

জরায়ু প্রতিস্থাপনের পর ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) গর্ভে সন্তান ধারণ করেন মীনাক্ষী বালান।

পুনের গ্যালাক্সি কেয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন মীনাক্ষী, এখানেই তার জরায়ু প্রতিস্থাপন করা হয়। চিকিৎসক ভার্তি বলেন, জরায়ু প্রতিস্থাপনের পর সন্তানের জন্মে নেয়ার ঘটনা সুইডেনে নয়টি, যুক্তরাষ্ট্রে দুইটি এবং এখন ভারতে ১২ তম।