পবায় এমপি আয়েনের সমাবেশে ড্রোন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের সূধি সমাবেশে ড্রোন ব্যবহার করা হয়েছে। ওই ড্রোন দিয়ে এমপির সমাবেশের ছবি উঠানো হয়েছে। তবে সংবাদকর্মীরা ছবি তোলার পর ড্রোনটির অপারেটর সেটি দ্রুত নামিয়ে ফেলেন। এরপর ব্যাগেরর মধ্যে ভরে ফেলেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পবার নওহটা মহিলা ডিগ্রি কলেজ মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন এমপি আয়েন উদ্দিন।

যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যক্তিগত উদ্যোগে ড্রোন ব্যবহার নিষিদ্ধ রয়েছে। কিন্তু সেই নিষেধজ্ঞা অমান্য করে এমপির সূধি সমাবেশে ড্রোন ব্যবহার করা হয়।তবে ড্রোন দেখে অনেক নেতাকর্মী উৎসাহী হয়ে তার ছবিও ওঠাতে থাকেন।

নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মনসুর রহমান, নওহাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, কাটাখালি পৌর মেয়র আব্বাস আলী, পবা উপজেলা সহসভাপতি আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম, জেলা যুবলীগ সহসভাপতি দিদার হোসেন ভুলু, বিজ্ঞান বিষয়ক সম্পাদক কাজী মোজাম্মেল, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, নওহাটা পৌর কাউন্সিলর আলাউদ্দিন।

সমাবেশটি পরিচালনা করেন নওহাটা পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন নওহাটা পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আজিজুল হক, পবা উপজেলা মহিলা লীগ সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক রেজওয়ানুল কারিম, নওহাটা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

উপস্থিত ছিলেন হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেন, যুবলীগ নেতা মাজদার রহমান প্রমুখ।

স/আর