রবির ৫০০ নেটওয়ার্ক সাইট ডাউন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সবার আগে দেশের ৬৪ জেলায় ফোরজি চালু করেছে রবি। লাইসেন্স পাওয়ার পরদিনই সারাদেশে প্রায় দেড় হাজার সাইটে ফোরজি নেটওয়ার্কে চলে যায় তারা।

জানা যায়, বুধবার অপারেটরটির ৫ শতাধিক সাইট ডাউন হয়ে গেছে । এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক সাইট রয়েছে।

রবি বলছে,ফাইবার কাটা যাওয়ায় এমনটা হয়েছে।

রবির কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর টেকশহরডটকমকে বলেন, রবির একটি সুইচিং সেন্টারের সঙ্গে সংযুক্ত ফাইবার কাটা পড়ায় এসব সাইট ডাউন হয়েছে।’

বিষয়টি ফোরজি সম্পৃক্ত নয় উল্লেখ করে অপারেটরটির এই কর্মকর্তা জানান, ফাইবার স্থাপনের দায়িত্ব ফাইবার কোম্পানির। যখন ফাইবার কাটা যায় তখন আমরাও অসহায় হয়ে পড়ি।