রাজশাহীতে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে নগরীর বিভাগীয় স্টেডিয়াম হতে এক বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এরপর নগরীর একটি কনভেসশন সেন্টারে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রসদস্যদের সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ওয়ালিউজ্জামান পরাগ। জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এড.কামরুল মনির।

প্রধান বক্তার বক্তব্য দান করেন সাবেক ছাত্রনেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠিনক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হলে ছাত্রদল চুপচাপ বসে থাকবে না সারাদেশে দূর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকারের পতন নিশ্চিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল গফুর, জেলা বিএপির সি:যুগ্ম সম্পাদক সৈয়দ মহাম্মদ মহসিন, জেলা বিএনপির সহ-সভাপতি মোহানপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক ভিপি তাজমুলতান টুটুল, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টু, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান বিপ্লব, রাবি: ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদল সহ-সভাপতি বৃন্দ আবুল বাসার, নেফাউর রহমান সুমন, সাফিউল ইসলাম সজীব, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ, সাজ্জাদ হোসেন লাবিব প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো ও রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরফিন কনক।