রবিবার , ২১ আগস্ট ২০১৬ | ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে পাথর বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার: আটক তিন

Paris
আগস্ট ২১, ২০১৬ ১১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর র‌্যাব সদস্যরা রবিবার সকাল পৌনে সাতটার দিকে জেলার পুঠিয়া উপজেলা সদর এলাকায় একটি পাথরভর্তি ট্রাকে তল্লাশী করে ৮৯২ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার তসলিমের ছেলে সোহেল রানা (২৬), নগরীর বড়বনগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ (১৮) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মঞ্জুর হোসেনের ছেলে লাল মাহমুদ (৪০)।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, রেলওয়ে কলোনী ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ভারত হতে বিপুল পরিমান ফেনসিডিল এনে দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পন্যবাহী ট্রাকযোগে নিয়ে যাচ্ছে।

ফেনসিডিল বহনকারী ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার খবর পেয়ে স্কোয়াড্রন লীডার কে বি এম মোবাশ্বের রহিমের নেতৃত্বে র‌্যাবের অপারেশন দল ট্রাকটি সনাক্ত করে এবং এর পিছু নেয়। পরে রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে র‌্যাবের অপারেশন দল সড়কের ওপর সুকৌশলে ট্রাকটির গতি রোধ করে।

এসময় ট্রাকটি তল্লাশী করে ৮৯২ বোতল ফেনসিডিল, ৪৮৫ সেফটি পাথরসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর