ধাওয়ানের ব্যাটে উড়ে গেল শ্রীলঙ্কা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় ভারতের৷ ২১৬ রান তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে ২৮.৫ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নিল কোহলি অ্যান্ড কোং৷ লঙ্কার বোলিং আক্রমণের সঙ্গে একপ্রকার ছিনিমিনি খেললেন ওপেনার ধাওয়ান৷ শতরান হাঁকালেন ‘গব্বরী’ স্টাইলে(৭১ বলে)৷ তাঁর ঝোড়ো ব্যাটিং ডাম্বুলার লঙ্কান ফ্যানেদের মুখের হাসি ততক্ষণে কেড়ে নিয়েছে৷ মালিঙ্গা হোক বা সান্দাকান কাউকেই বরাত করেন নি ধাওয়ান৷ বাঁ-হাতি গব্বরের জুড়িদার হয়ে অধিনায়কোচিত ধৈর্যশীল ইনিংস বিরাটের(৮২ রান)৷ রান তাড়া করার কোন তাড়াহুড়োয় না গিয়ে অঙ্ক কষে রান ম্যাচ পকেটে পুড়ে নেন ভারত অধিনায়ক৷ ভারতের কাছে ডাম্বুলার মাঠ পয়মন্ত না হলেও রবিবার ইতিহাসটা পাল্টে ফেলল কোহলির নয়া টিম ইন্ডিয়া৷

বল হাতে দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানদের ২১৬ রানে বেঁধে ফেলে জয়ের অর্ধেক রাস্তা পাকা করে দেন চাহাল-অক্ষর৷ অশ্বিন-জাদেজার পরিবর্ত হিসেবে তরুণ স্পিন জুটি এদিন পাঁচ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ধস নামায়৷ যার জেরে ১৩৯/২ থেকে ২১৬ রানেই দ্বীপরাষ্ট্রের ব্যাটসম্যানরা বোতলবন্দি হয়ে যায়৷ ব্যাট হাতে বাকি কাজটা করে নেন ধাওয়ান-কোহলি৷

ম্যাথিউজদের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ ব্যাটিংয়ের পর ওয়ান ডে’তেও ব্যাট হাতে দাপট দেখালেন বাঁ-হাতি এই ওপেনার৷ কখনও রিভার্স সুইপ তে কখনও ওভার স্টেপে হুক৷ ভরডরহীন ক্রিকেট খেলে ২০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৩২ রানের ঝকঝকে ইনিংস ধাওয়ানের৷দিল্লি কা পুত্তর ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে একাদশতম সেঞ্চুরিটা হাঁকালেন রাজকীয় মেজাজে ৷ দ্বিতীয় উইকেটে কোহলির সঙ্গে ১৯৭ রানের পার্টনারশিপে ভর করেই পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত৷ এদিন ব্যাট হাতে ৭০ বলে ৮২ রানের ইনিস খেললেন কোহলি৷ সূত্র: কলকাতা 24