লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে উপজেলা প্রসাশনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা এবং মাদক নিয়ন্ত্রণে করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানগণ, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে লালপুর থানার ওসি সকলের সহযোগীতা কামনা করেন। সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতা এবং মাদক নিয়ন্ত্রণে করনীয় বিষয়ক বিস্তারিত আলোচনা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পুর সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ সাধারণ সভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স/শ