দুর্গাপুরে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়। খেলা শেষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সারোয়ার হোসেন।

 
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈযদ জামাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আঃ সামাদ,পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষা মুক্তিযোদ্ধা হযরত আলী, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র প্রামানিক,দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল,ফাযিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আজিজুল হকসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন।

 
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক  একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম। ফুটবল ফাইনাল খেলায় দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কানপাড়া উচ্চ বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় বিজয়ী অর্জন করে।
অনুষ্ঠানে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের  পুরস্কার প্রদান করা হয়।

স/শ