নারী সাফ চ্যাম্পিয়নশিপে

৮ গোল খেয়ে ধরাশায়ী ভুটান, ফাইনালে বাংলাদেশ

জয়ের পর বাংলাদেশের নারী ফুটবল দলের উল্লাস


সিল্কসিটি নিউজ ডেস্ক:

২০১৬ সালের পর নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ দল। প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছেন সাবিনা-কৃষ্ণারা। গ্রুপ পর্বে পাকিস্তানের পর ভুটানের বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে সিরাজ জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সাবিনা। ৩০ মিনিটে কৃষ্ণা রানী সরকারের গোলে ৩-০-তে এগিয়ে যায় বাংলাদেশ। আর ৩৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে ৪-০ লিডে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য ছিল লাল-সবুজদের। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন অধিনায়ক সাবিনা। এরপর ৫৬ মিনিটে ডিফেন্ডার মাশুরা পারভিন ও ৮৬ মিনিটে স্কোরশিটে নাম তোলেন বদলি হিসেবে নামা তহুরা খাতুন। ম্যাচের শেষ মিনিটে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুন। ১৯ সেপ্টেম্বর নেপাল-ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে ফাইনাল খেলবে লাল-সবুজরা। সূত্র : কালবেলা

এএইচ/এস