৬ মাস পর করোনায় নিউজিল্যান্ডে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে ছয় মাসের বেশি সময় পর নিউজিল্যান্ডে প্রথম মৃত্যু হয়েছে। শনিবার করোনার নতুন ধরন ডেল্টায় এক নারীর মৃত্যু খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২০ জন আক্রান্ত হয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে জানানো হয়েছে, মারা যাওয়া ওই নারী অকল্যান্ডের বাসিন্দা। ৯০ বছর বয়সের কোঠায় ওই নারী বিভিন্ন শারীরিক সমস্যা ছিল। এর আগে, সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে করোনায় মৃত্যু হয়েছিল বলে জানানো হয়।

উল্লেখ্য, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিকে মোট ৩ হাজার ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে করোনা মুক্ত হয়েছেন মোট ২ হাজার ৯৭১ জন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন