৬০ সেকেন্ডে ১১১ বার বল ছুঁয়ে বিশ্বরেকর্ড!

অবাক করে দেওয়ার মতো এক কাণ্ড ঘটিয়েছেন নাইজেরিয়ান এক বালক। ১২ বছর বয়সী ওই বালকের নাম চিনোনসো ইশে। তিনি মাত্র ৬০ সেকেন্ডে ১১১ বার বলে স্পর্শ করেছেন। এতেই তিনি এক মিনিটে সবচেয়ে বেশিবার ফুটবল স্পর্শ করার বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। তার পরবর্তী লক্ষ্য ২ হাজার বার বল স্পর্শ করা।

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের শহর ওয়ারির বাসিন্দা চিনোনসো ইশে একইসঙ্গে দুটি বলের ভারসাম্য রক্ষা করেছেন। তার পায়ে ছিল একটি বল আর মাথায় ছিল আরেকটি। মানে একই সময়ে দুটি ফুটবলের ভারসাম্য রাখতে হয়েছিল তাকে। এই প্রায় অসম্ভব ঘটনা ঘটিয়ে দেওয়ায় ইশের নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২১ সংস্করণে।

বড় হয়ে ফুটবলার ও ফ্রিস্টাইলার হতে চান ইশে। ঘুরে বেড়াতে চান সারা পৃথিবী। নিজে নিজেই বল নিয়ে এই কেরামতি শিখেছেন। উৎসাহ পেয়েছেন বাবার কাছ থেকে। ইশের প্রেরণা হলেন যুগের সবচেয়ে বড় দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। এছাড়াও নাইজেরিয়ার সাবেক মিডফিল্ডার জে-জে ওকোচাকেও তিনি আদর্শ মানেন।

 

সুত্রঃ কালের কণ্ঠ