৫ পদে আবেদন ৭৩২৭!

পরিবার পরিকল্পনা অধিদপ্তর চট্টগ্রাম জেলার আওতাধীন পরিবার পরিকল্পনা সহকারী (এফপিএ) ৩য় শ্রেণির শূন্য ৫টি পদে ইতোমধ্যে ৭ হাজার ৩২৭টি আবেদন জমা পড়েছে। এখন পর্যন্ত প্রতি পদের বিপরীতে গড়ে ১ হাজার ৪৬৫ জনের বেশি আবেদন করেছেন। এ ছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) ও আয়ার ১৯৪টি শূন্য পদে ১০ হাজারের বেশি চাকুরি প্রার্থী। সবমিলে এ চার ক্যাটাগড়িতে (পদ) নিয়োগ পেতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর থেকে অনলাইনে এসব ক্যাটাগড়িতে ১৯৯টি শূন্য পদে আবেদনপত্র জমা শুরু হয়েছে। গত ১৩ অক্টোবর বিকেল ৫টায় আবেদন জমাদানের শেষ সময়সীমা ছিল। পরে সময় বাড়িয়ে আগামী ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত করা হয়। ওই চারটি ক্যাটারির মধ্যে এফপিএ, এফপিআই এবং এফডব্লিউএ ৩য় শ্রেণির কর্মচারী পদ। আয়া পদটি ৪র্থ শ্রেণির।

গতবছর করোনার সংক্রমণ শুরুর পর থেকে প্রায় দেড় বছর ধরে এ বিভাগে শূন্য পদে নিয়োগ হয়নি। সংক্রমণ নিম্নগামীর মধ্যে এ ১৯৯টি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ও  নিয়োগ/বাছাই কমিটির সদস্য সচিব ডা. উ খ্যে উইন কালের কণ্ঠকে বলেন, গতকাল রবিবার পর্যন্ত ১৯৯টি শূন্য পদের বিপরীতে অনলাইনে ১৭ হাজার ৩৬৫টি আবেদন পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে এফপিএ পদে। আগামী ২৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময় আছে আবেদন জমার। আবেদন জমা শেষ হলে নিয়োগের পরবর্তী কার্যক্রম শুরু হবে। অনলাইনে প্রথমবারের মতো আবেদন গ্রহণ কার্যক্রম চলছে।

জানা যায়, অপর তিন ক্যাগাগড়ির মধ্যে গতকাল পর্যন্ত এফপিআই ৩২টি শূন্য পদে ২ হাজার ৬৫৫ জন, এফডব্লিউএ ১৪০টি শূন্য পদে ৬ হাজার ৮৩৪ জন এবং আয়া ২২টি শূন্য পদে ৫৪৯ জন আবেদন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রামে ৩য় ও ৪র্থ শ্রেণির এসব পদে অতীতে এতো অধিক সংখ্যাক আবেদন জমা পড়েনি। এবার প্রত্যেকটি পদেই আবেদন অনেক বেশি পড়েছে।

 

সূত্রঃ কালের কণ্ঠ