৫ দিনের ব্যবধানে রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত রোগী বেড়েছে ২১২ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী বিভাগে পাঁচদিনের ব্যবধানে করোনা আক্রান্ত রোগী বাড়েছে ২১২ জন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন। গত ২৬ মে বিভাগের আট জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬২ জন। সেখানে গতকাল শনিবার রাতে গিয়ে দাঁড়ায় ৮৭৪ জন।   গত বৃহস্পতিবার (২৮ মে) ছিল ৭৬৬ জন। সেটি ২৯ মে গিয়ে ঠেকে ৮০৬ জনে। আর ২৭ মে ছিল ৭২৩ জন।

বিষয়টি নিশ্চিত করেন,  রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ নাথ আচার্য্য।

আরও পড়ুন: রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারসহ আজ ৪জনের করোনা শনাক্ত

তিনি জানান, এই বিভাগে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৭৪ জন। তবে আজ রবিবার রাজশাহীর দুটি ও বগুড়ার একটি ল্যাবে পরীক্ষা শেষে আক্রান্ত সংখ্যা আরও বাড়বে বলেই ধরে নেওয়া হচ্ছে।

বিভাগে সর্বোচ্চ ৩২২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন বগুড়া জেলায়। এখানে হাসপাতালে ভর্তি আছেন ৫৮ জন। আর সুস্থ হয়েছেন ৩১ জন। এ জেলায় একজন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮৭ জন শনাক্ত হয়েছেন জয়পুরহাটে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত এই জেলায় কারও মৃত্যু হয়নি।

স/আর