৪ ওভারে ১ রানে ৩ উইকেট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মাত্র ১ রান খরচ করেই ৩ উইকেট শিকার করলেন ওয়াইন মুল্ডার। দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন নজির স্থাপন করেছেন।

মুল্ডারের গতির শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন ক্যারিবীয় মিডলঅর্ডার ব্যাটসম্যান জশুয়া ডি সিলভা, অভিজ্ঞ পেস বোলার কেমার রোচ ও তরুণ পেসার জয়ডেন সিলস।

ডি সিলভা ৩৯ বলে ৭ রান করলেও ৭ বলে ১ রান করার সুযোগ পান কেমার রোচ। ১৯ বছর বয়সী পেসার জয়ডেন সিলসকে রানের খাতা খোলার সুযোগই দেননি মুল্ডার।

দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে সেন্ট লুসিয়ায় দক্ষিণ আফ্রিকার করা ২৯৮ রানের জবাবে রোববার মধ্যাহ্ন বিরতির পর ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। শূন্যরানে অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের উইকেট হারানো দলটি ৫৪ রানে হারায় ৪ ব্যাটসম্যানকে।

এরপর শাই হোপ ও জার্মেইন ব্লাকউড দলকে খেলায় ফেরাতে চেষ্টা কলেও ব্যর্থ হন। পঞ্চম উইকেটে তারা ৪৩ রানের জুটি গড়েন। ৪৩ রান করে শাই হোপ আউট হলে ব্লাক উডকে আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি।

দিনের খেলা শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে শেষ ব্যাটসম্যান হিসেবে জার্মেইন ব্লাকউড আউট হওয়ার পূর্বে স্কোর বোর্ডে ১৪৯ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। ১০৬ বল খেলে ৬টি চারের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৯ রান করে ফেরেন ব্লাকউড।

দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জার্মেইন ব্লাকউড। এছাড়া ৪৩ রান করেন শাই হোপ। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি দুই ওপেনারসহ সাতজন ব্যাটসম্যান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়াইন মুল্ডার তিন আর কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও কেশভ মহারাজ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।