বুধবার , ৩১ আগস্ট ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৪৯ বছর পর ডি কক

Paris
আগস্ট ৩১, ২০১৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সেঞ্চুরিয়ন টেস্টে ম্যাচসেরার পুরস্কার জেতার পাশাপাশি দারুণ এক কীর্তি গড়েছেন কুইন্টন ডি কক।

 

একই টেস্টে দুটি ৫০ বা এর বেশি রানের স্কোর ও এক ইনিংসে কমপক্ষে পাঁচটি ডিসমিসালের কীর্তি গড়া দক্ষিণ আফ্রিকার মাত্র দ্বিতীয় উইকেটকিপার যে তিনিই!

 

সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৮২ ও দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেন ডি কক। নিউজিল্যান্ডের পথম ইনিংসে ডিসমিসাল করেন ৫টি। দ্বিতীয় ইনিংসে আরো একটি।

 

এর আগে ১৯৬৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে দুই ইনিংসে ৬৯ ও ১৮২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ডেনিস লিন্ডসে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তিনি ডিসমিসাল করেছিলেন ৬টি। ম্যাচে ৮টি। ২০০৫ সালে না ফেরার দেশে চলে যাওয়া লিন্ডসে ৪৯ বছর পর সঙ্গী পেলেন।

 

টেস্ট ইতিহাসে এমন কীর্তি আছে আর দুজন উইকেটকিপারের। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে এই কৃতিত্ব দেখিয়েছিলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। আর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই অকল্যান্ড টেস্টে ইংল্যান্ডের ম্যাট প্রিয়র। ডি কক টেস্টে এই প্রথম ম্যাচসেরার পুরস্কারও জিতলেন।

 

 

 

সূত্র : রাইজিংবিডি

 

সর্বশেষ - খেলা