৪৪ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

আগামী শুক্রবার ( ২৭ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টাপর্যন্ত রাজশাহী মহানগরীর নিম্নবর্নিত ২৯টি পরীক্ষা কেন্দ্রে ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী শুক্রবার পরীক্ষা চলাকালীন নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পৃুলিশের মুখপাত্র মো. রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা রাজশাহী মহানগরীর যেসব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে সেগুলো হলো-রাজশাহী কলেজ, রাজশাহী  সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারিমডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী বরেন্দ্র কলেজ, শাহ্ মখদুম কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ, অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, বঙ্গবন্ধু কলেজ,  রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউট, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়, মাদারবখশ্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ,  হাজী জমির উদ্দিন শাফিনা মহিলা কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পি. এন. বালিকা উচ্চ বিদ্যালয়, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়, গভ. ল্যাবরেটরী হাইস্কুল, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, শহীদ নজমুল হক উচ্চ বালিকা বিদ্যালয়, রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়, মসজিদ মিশন একাডেমী বড়কুঠি সড়ক, (২৭) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, মিশন বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ।

এএইচ/এস