৪৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি দুজনের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৩৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের দিন ৪৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে ৪৮ জন মারা গেছে।

এ নিয়ে সেপ্টেম্বরের ২২ দিনে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু এবং ছয় হাজার ৬৯৪ জন রোগী ভর্তির খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ভর্তি ৪৩৭ রোগীর মধ্যে ঢাকা বিভাগের ৩০৬ জন ও অন্যান্য বিভাগের ১৩১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট এক হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকায় এক হাজার ১৮৩ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৩৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি আছে।

 

সুত্রঃ  কালের কণ্ঠ