৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ: রাজশাহী জেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন

আব্দুল্লাহ আল মারুফ:

৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া রাজশাহী জেলা ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে। আজ বুধবার (৮ই মার্চ, ২০২৩) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বলরুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বর্ণিল এই জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, রাজশাহী জেলা ক্রিকেট দলের কোচ জামিলুর রহমান সাদ এর হাতে জার্সি তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে ৪১তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রাজশাহীর অফিসিয়াল জার্সি উন্মোচন করেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু। এরপর একে একে দলের ম্যানেজার সাইফুল আজিজ সাজু, সহকারী কোচ শাহাজাদা হোসেনসহ সকল খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল।

পরে খেলোয়ারদের হাতে গেম ক্যাপ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এরপর সেই জার্সি গায়ে জড়িয়ে অফিসিয়াল ফটোশুটে অংশ নেন রাজশাহী স্কোয়াডের ক্রিকেটাররা। এর আগে দলের খেলোয়ার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আগামী ১০ই মার্চ পিরোজপুর ভেন্যুতে মেহেরপুরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে গতবারের রানার আপ রাজশাহী। চারটি দল নিয়ে গঠিত গ্রুপে রাজশাহীর অপর দুই প্রতিপক্ষ ঢাকা এবং কুষ্টিয়া। ১৩ই মার্চ ঢাকার মুখোমুখি হবে তারা। ১৬ই মার্চ কুষ্টিয়া ম্যাচ দিয়ে শেষ হবে রাজশাহীর পিরোজপুর যাত্রা।

এর আগে জামিলুর রহমান সাদকে প্রধান কোচ, মোঃ শাহাজাদা হোসেনকে সহকারী কোচ এবং সাইফুল আজিজ সাজুকে ম্যানেজার করে রাজশাহী জেলা ক্রিকেট দলের খেলোয়ারদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এক নজরে রাজশাহী জেলা ক্রিকেট দলের স্কোয়াড: মোঃ রমজান হোসেন, সাজিদ হাসান, মোঃ শাকির হোসেন শুভ্র, মোঃ শাহাদত হোসেন সবুজ, সাকিবুল ইসলাম সবুজ, শেখ কামরান হাফিজ ডিকি, ইজাজ আহমেদ রকি, আমিরুজ্জামান বাচ্চু, মোঃ মোখলেসুর রহমান তুহিন, মোঃ আরিফুল ইসলাম মোহন, মোঃ ইজহারুল ইসলাম কানন, মোঃ জাকারিয়া ইসলাম রাজু, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আকাশ, মোঃ সুজন আলী। স্ট্যান্ডবাই: মোঃ দিলদার আলী, মোহাইমিনুল খান সৌরভ, মোঃ রাহিম আহমেদ, মোঃ বাকের হোসেন, মোঃ আব্দুর রশিদ।