৩১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাওয়ের ঘোষণা শিক্ষার্থীদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় চার ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করার প্রতিবাদে আগামী ৩১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোহরাওয়ার্দী কলেজের স্নাতকের শিক্ষার্থী সজীব রায়, আসমানী আক্তার, রকিবুল ইসলাম রাকিব, ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুল ইসলাম সাওন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী জিসান প্রমুখ।

শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৮০ নম্বরের স্নাতক পরীক্ষা চার ঘণ্টা ধরে অনুষ্ঠিত হতো। কিন্তু কর্তৃপক্ষ হঠাৎ করে সময় কমিয়ে সাড়ে তিন ঘণ্টা করেছে। এতে করে পরীক্ষার যথাযথ প্রস্তুতি থাকলেও কম সময়ের কারণে ভালো ফলাফল করা সম্ভব নয়।

তারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে গত ১৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়। তিনি ২৪ আগস্ট শিক্ষার্থীদের সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু তিনি এখনো কিছু জানাননি।

 

 

 

 

সূত্র: রাইজিংবিডি