৩০ বলে খেলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি নাঈম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা ও সিলেট সানরাইজার্স। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ঢাকা।

সিলেটের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ নাঈম শেখ।

রিয়াদ ২৬ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ৩০ বলে ১৫ রানে করেছেন। কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি।

প্রতিবেদন লেখার সময় ঢাকার স্কোর ১৮ ওভারে ৮ উইকেটে ৯৪ রান। রুবেল হোসেন ৬ ও ইসুরু উদানা ১ রানে ব্যাট করছেন। তামিম ইকবাল ৩, মোহাম্মদ নাঈমে শেখ ৫, শুভাগত হোম ২১ ও জহিরুল ইসলাম ৪ রান করেন।

৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে রয়েছে ঢাকা। অন্যদিকে, এক ম্যাচে একটিতেই হার। পয়েন্ট তালিকার সবার নিচে (ছয়ে) সিলেট। দুদলের জন্যই তাই আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। ঢাকার প্রথম তিনটি ম্যাচে খেলেননি মাশরাফি বিন মুর্তজা। আজ ঢাকার একাদশে ফিরেছেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ