৩০ জুন পর্যন্ত সীমিত যাত্রী নিয়েই চলবে প্লেন-ট্রেন-গণপরিবহন

করোনাভাইরাসের বিস্তার রোধে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে আগামী ৩০ জুন পর্যন্ত চলতে পারবে প্লেন, ট্রেন, যাত্রীবাহী নৌযান ও গণপরিবহন। তবে সর্বাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিধান করতে হবে মাস্ক।

কোভিড-১৯ বিস্তার রোধ ও করোনা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সরকার ১৫ জুনের পর ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে দেশের সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এ নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, অনুমোদিত অঞ্চলে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্টসংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন, যাত্রীবাহী নৌযান, রেল ও প্লেন চলাচল করতে পারবে। তবে সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য বিভাগ জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।

‘সড়ক ও নৌপথে সব প্রকার পণ্য পরিবহনের কাজে নিয়োজিত যানবাহন (ট্রাক, লরি, কার্গো ভেসেল প্রভৃতি) চলাচল অব্যাহত থাকবে।’

এর আগে ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে গত ১ জুন থেকে গণপরিবহন চালু করা হয়।

এদিকে করোনার বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হল- লাল, হলুদ ও সবুজ জোন। তার মধ্যে লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এতে বলা হয়েছে, লাল ও হলুদ অঞ্চলে অবস্থিত সামরিক বা অ-সামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বয়ত্তশাসিত বা বেসরকারি দফতরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী এসব দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।