২ মাসের জন্য মাঠের বাইরে বার্সার ‘নতুন মেসি’

মেসি-গ্রিজম্যান-সুয়ারেসদের বিদায় করে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এখন তারকাশূন্য। তরুণদের হাতেই এখন দলের গুরু দায়িত্ব। তরুণ আনসু ফাতির ওপর পড়েছে মেসির দায়িত্ব, ১০ নম্বর জার্সিটাও তাঁকে দেওয়া হয়েছে। তবে বার্সার সেই ‘নতুন মেসি’কে অন্তত দুই মাস পাবে না কাতালান দলটি।

স্প্যানিশ কোপা ডেল রে’র ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সা। ওই ম্যাচে বার্সা হেরেছিল সেই সাথে ইনজুরির কারণে হারিয়েছিল আনসু ফাতিকে।  কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরেছিলেন ফাতি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা তিনি খেলেছিলেন ইনজুরি থেকে ফিরেই। ফেরার ম্যাচে গোল করে আশা জাগিয়েছিলেন ভক্তদের। কিন্তু মাত্র এক ম্যাচ পর আবার ইনজুরিতে পড়েছেন তিনি।

অপারেশন করতে হবে ফাতির। সেটি করা হলে আরো ২ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে ফাতিকে। এদিকে বার্সা ছাড়তে চলেছেন উসমান ডেম্বেলেও। ফলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে জাভি হার্নান্দেজের দল।

 

সূত্রঃ কালের কণ্ঠ