বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৮ নং ওয়ার্ডের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মেয়র লিটন

Paris
মার্চ ৩, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ২৮নং ওয়ার্ডে অলি-গলি, পাড়া-মহল্লায় নতুন সিসি সড়ক, কালভার্ট, টার্শিয়ারি ও সেকেন্ডারী ড্রেন নির্মাণসহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) বিকেলে ৪টা থেকে ৬টা পর্যন্ত ২৮নং ওয়ার্ডের এ সব উন্নয়ন কাজ পরিদর্শন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসময় মেয়র ধরমপুর সাকোপাড়া, লিচুবাগান, আমজাদের মোড়, লেবুতলা, নদীর তীরবর্তী এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাতে রাজশাহী সিটি কর্পোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ২৮নং ওয়ার্ডে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৩২ টি স্কীমের আওতায় ৮কিলোমিটার রাস্তা, নতুন সিসি সড়ক, সিসি সড়ক পুনঃ নির্মাণ এবং ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিদর্শনকালে ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রকল্প পরিচালক মো. নুর ইসলাম তুষার, নির্বাহী, প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান, উপ-সহকারি প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জি/আর

সর্বশেষ - রাজশাহীর খবর